লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ফজিলত
September 6, 2023 2023-09-07 23:20লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ফজিলত
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ফজিলত
লা ইলাহা ইল্লাল্লাহ’ চার শব্দের একটি বাক্য, মুখেও খুব সহজ, অর্থটাও খুবই মূল্যবান।
তদ্রূপ বাক্যের প্রভাবটাও অনেক অনেক বেশি। বাক্যটি ছোট কিন্তু এর তাৎপর্য, এর গুরুত্ব, এর শ্রেষ্ঠত্ব, এর সম্মান এতই বেশি যে, পৃথিবীর কোন কিছুর সাথেই এর তুলনা হয় না।
যদি বলেন: এ পৃথিবীর রাজত্ব হাতে পাওয়ার চাইতেও কি বেশি? তাহলে বলবো: এই বাক্যটি একবার পড়লে শুধু পৃথিবীর রাজত্ব নয় বরং এই সম্পূর্ণ পৃথিবীটা এবং এর ভিতরে যা কিছু আছে এবং এর ফাঁকা জায়গাটুকুসহ সব কিছুর চাইতেও মাত্র একবার এই বাক্যটি পড়া বেশি উত্তম যদি তা কবুল হয়।
বাক্যটির প্রভাব এতই বেশি যে, আসমান জমিনকে যদি এই কালীমার সাথে ওজন করা হয় তবে এই ছোট বাক্যটির ওজনই বেশি হবে। শুধু তাই না যেভাবে পড়লে মহান আল্লাহ খুশি হবে সেই সব শর্ত পূর্ণ করে কেউ যদি একবার এই বাক্যটি পড়ে তবে নিঃসন্দেহে সে ব্যক্তি দুনিয়া এবং পরকালের সবচেয়ে সুখী ও শান্তি প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে।
সত্যি কথা কি জানেন এই বাক্যটি আছে বলেই আজ আসমান জমিন স্থির আছে। পৃথিবীর হাজারো সৃষ্টি বেঁচে আছে এবং আমরাও বেঁচে আছি। একটা সময় আসবে তখন এই বাক্যটি মুখে উচ্চারণ করলেও এবং অন্তর থেকে বিশ্বাস করলেও তা আর মহান রবের দরবারে একসেপ্ট হবে না।
মহান আল্লাহ আপনার এই স্বীকৃতি আর কবুল করবেন না। এজন্য জীবনের সবচাইতে মূল্যবান বিষয় হচ্ছে সময়কে সৎ পথে ব্যয় করা, সময়ের মূল্যায়ন করা, সময়কে মূল্যায়ন করার অর্থ হচ্ছে: আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের, অজ্ঞতা দূর করার জন্য সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন করা এবং তদ অনুযায়ী আমল করা এবং মৃত্যু পর্যন্ত এই পথের উপরেইইইইইই অটল থাকা।
এটাই হচ্ছে উপরোক্ত বাক্যটির (লা ইলাহা ইল্লাল্লাহ) এর সারমর্ম এবং লক্ষ্য উদ্দেশ্য।