আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও বৈশিষ্ট্যসমূহ:
আমরা আপনার সন্তানকে সালাফী মানহাজে যোগ্য হাফিজ এবং আলেম হিসেবে তৈরি করতে চাই। আপনার সন্তান হবে নির্ভরযোগ্য হাফেজ এবং নির্ভরযোগ্য আলেমে দ্বীন। অর্থাৎ ইসলামের গুরুত্বপূর্ণ সকল বিষয়ে জানা শোনা থাকবে ইনশাআল্লাহ। যা সময়ের ব্যবধানেই প্রমাণ মিলবে ইনশাআল্লাহ তবে প্রিয় শিক্ষার্থীরা মাত্র ছয় সাত মাসের ব্যবধানে যা শিখেছে তা সম্পর্কে মোটামুটি ধারণা নেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, আমাদের শিক্ষা প্রদান পদ্ধতি সম্পর্কে আপনার মতামত অবশ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি সন্তুষ্ট হয়ে যাবেন। আমাদের এই লক্ষ বাস্তবায়ন করার জন্য আরবী ভাষা সহ ইসলামিক গুরুত্বপূর্ণ সকল বিষয়ে তাদেরকে যোগ্য এবং দক্ষ করে তোলা হবে। এই দক্ষতা ও পারদর্শিতা অর্জনের মাধ্যমে তারা জ্ঞানের চাবি অর্জন করবে। অর্থাৎ বড় বড় ওলামায়ে কেরামগণ যেভাবে কোরআন হাদিস গবেষণা করে মাসয়ালা মাসায়েল বের করতে পারেন, বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর বের করতে পারেন ঠিক আপনার সন্তানও একদিন পারবে। বিশিষ্ট গবেষক হিসেবে গবেষণা করতে শুরু করবে, ধীরে ধীরে একদিন পরিপক্ক ও নির্ভরযোগ্য আলেমে পরিণত হবে ইনশাআল্লাহ।
১০ বছর বয়সের পূর্বেই তারা সম্পূর্ণ কোরআন অর্থ সহ হিফয করতে পারবে।
১০ বছর বয়সেই আরবি ভাষায় তারা যথেষ্ট দক্ষতা অর্জন করবে (কথোপকথন পারবে, আরবি লেকচার শুনে বুঝতে পারবে, আরবি লেখালেখি করতে পারবে) এক কথায় আরবি ভাষায় এক অসাধারণ দক্ষতা অর্জন করবে ইনশাআল্লাহ।
সম্পূর্ণ কোরআনের তাফসির এবং কোরআন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলো তারা জানতে পারবে।
প্রায় সকল সহিহ হাদিসগুলো (৫০০০-৭০০০) তারা মুখস্ত বলতে পারবে, হাদিসের সারমর্ম ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে তারা যথেষ্ট জ্ঞান অর্জন করবে।
ইসলামিক ফেকাহ তথা বিধি-বিধান সংশ্লিষ্ট সকল বিষয়ে অসামান্য দক্ষতা অর্জন করবে।
শিশুদের তৃতীয় গ্ৰুপটি সম্পূর্ণ আরবি ভাষায় পরিচালিত হবে: অর্থাৎ এরাবিয়ান শিক্ষক তৃতীয় গ্ৰুপটি পরিচালিত হবে।
মদিনা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ওস্তাদগণই আমাদের প্রতিষ্ঠানের ওস্তাদ থাকবেন।
ছাত্র-ছাত্রীদের লং টাইম স্কুলে ক্লাস করার পর আবার ইসলামী কোর্স করা যেন বিরক্তিকর ও কষ্টকর না হয়ে যায় তাই খুব সংক্ষিপ্ত ভাবে কোর্স প্লান সাজানো হয়েছে যেন খুশিমনে, খুব স্বতঃস্ফূর্তভাবে প্রয় শিক্ষারর্থীরা কোর্স কমপ্লিট করতে পারে।
আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষা সমাপ্তকারী ছাত্র-ছাত্রীগণ আরবী ভাষা ও ইসলামিক সকল বিষয়ে ভালো দক্ষতা অর্জন করার অবদান প্রমাণ করতে পারলে খুব সহজেই তারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্স এর জন্য পড়ালেখার চান্স পাবেন।
11. শুধু তাই নয় শিক্ষা সমাপ্তকারী ছাত্রবৃন্দের মধ্য থেকে মেধা তালিকা অনুযায়ী বাছাই কৃত ছাত্রদেরকে মদিনা মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অগ্রাধিকারও প্রদান করা হবে।
12. এছাড়াও মসজিদে নববীর কোরআন-সুন্নাহ এন্ড মুতুন শিক্ষা বিভাগ থেকে ছাত্র-ছাত্রীদের প্রশংসাপত্র মূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্টিফিকেট অর্জন করতে পারবেন । (এই সার্টিফিকেটটিও মদিনা বিশ্ববিদ্যালয় সহ এরাবিয়ান সকল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদনকারী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।)
13. এছাড়াও আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী যেহেতু অত্র বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক সেহেতু তাদের পক্ষ থেকেও আমরা বিশেষ সুযোগ পাবো, যার ফলে আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষা সমাপ্তকারী ছাত্রবৃন্দরা মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখার বড় একটা সুযোগ পাবেন ইনশাআল্লাহ।
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.