কোন কাজে সফল হওয়ার জন্য ৯ টি কার্যকরী ধাপ
September 5, 2023 2023-09-07 22:10কোন কাজে সফল হওয়ার জন্য ৯ টি কার্যকরী ধাপ
কোন কাজে সফল হওয়ার জন্য ৯ টি কার্যকরী ধাপ
একমাত্র আল্লাহর উপর ১০০% ভরসা করি এবং আল্লাহর সাহায্য চাই এতে অপারগ হওয়ার কোন বিষয় মাথায় রাখি না, তবে সর্ব শেষ পর্যন্ত যদি সফল হতে না পারি তবে আমি একথাও বলি না ‘যদি এভাবে করতাম তাহলে হয়তো সফল হতে পারতাম’!
না কখনোই এভাবে বলবো না।
বরং সফল হওয়াটাও যেমন তাকদিরের উপর ছেড়ে দেই, তদ্রুপ সফল না হওয়াটাও তেমন তাকদীরের উপরেই ছেড়ে দেই।
উপরোক্ত কথাগুলো একটা হাদিসের অনুবাদ:
(নিচের অংশটুকু সাবিত ভাইয়ের লিখনী। লেখাগুলো ভালো লেগেছে তাই শেয়ার করলাম আমি তাঁর আকিদা ও মানহাজ সম্পর্কে সঠিক কিছুই জানিনা)
আমি বিশ্বাস করি। কাজ করি। রেজাল্টের জন্য আল্লাহর উপর ভরসা করি। তাই চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহস রাখি। আলহামদুলিল্লাহ!!