নিঃসন্দেহে ইন্টারনেট ও মোবাইল online, social media মহান আল্লাহর অলৌকিক সৃষ্টির মধ্যে আশ্চর্যজনক সৃষ্টি এতে কোন সন্দেহ নেই, এটা এতটাই আশ্চর্যজনক জিনিস, যা আমরা আজ থেকে ৫০ বছর পূর্বে কল্পনাও করতে পারতাম না।
শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: কিয়ামতের পূর্বে পৃথিবী তার সকল সৌন্দর্য বের করে দিবে তারপর কিয়ামত সংগঠিত হবে।(ভাবার্থ)
আর অনলাইন, ইন্টারনেট, এগুলো পৃথিবীর মহা সুন্দর্যময় জিনিস, ঘরের মধ্যে বসে বসে আত্মীয়-স্বজনের সাথে বারবার যোগাযোগ করা, ঘরে বসে ছবি ভিডিও আদান প্রদান, পৃথিবীর যেকোনো খবরা- খবর সবকিছুই যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, তাই এসব নিয়ামতের উপর আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।
যেহেতু অনলাইনের মাধ্যমে শিক্ষা-দীক্ষার ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর এবং সহজ যা সামনাসামনি বসে শিক্ষা করার চাইতেও কোন অংশে কম নয়, বরং তুলনামূলক বলা যায় অনলাইন মাধ্যমিক শিক্ষা সবচাইতে উত্তম মাধ্যম এবং নিরাপদ।
তবে এ কথা খুব নিশ্চিত যে ভবিষ্যতে অফলাইন প্রতিষ্ঠানের চাইতেও কোন এক সময় অনলাইন প্রতিষ্ঠানের গুরুত্ব আরো বহুগুণী বেড়ে যাবে এবং তারও কিছুদিন পর দুনিয়ার সকল গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হবে অনলাইন মাধ্যমেই, তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল অবকাঠামো হবে অনলাইন এটা খুব সহজেই অনুমান করা যায়।
তাই অনলাইনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হলে তা অবহেলার চোখে দেখার কিছুই নেই বরং অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানের উপকারিতা স্বয়ং সরাসরী মাদ্রাসা বা স্কুলের চাইতেও বহুগুণ উপকারী যদি তার সঠিক ব্যবহার হয়।
অর্থাৎ কোমলমতি শিশু-সন্তান গুলো যদি বাবা-মার চোখের সামনেই ইন্টারনেট, মোবাইল ব্যবহার করে এবং প্রতিনিয়ত অভিভাবকের চোখের সামনে চলাফেরা করে, তাহলে তাদের অনৈতিক কার্যকলাপে জড়িত হওয়ার সম্ভাবনা খুবই কম, নিয়মিত তদারকির কারণে শয়তান তাদের প্ররোচনা ও ধোকা দেওয়ার সুযোগ পাবে না। যার ফলে এই ইন্টারনেট ও মোবাইলের মাধ্যমে তাদের পদস্খলন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তবে কোমলমতি শিশুদের হাতে মোবাইল এবং ইন্টারনেট একদম ফ্রি করে দেওয়া যাবে না, তাদের ইচ্ছা মত মোবাইল ব্যবহারের অনুমতি দিলে শয়তান সুযোগ পাবে, তখন অজান্তেই মনের ওয়াসওয়াসার কারণে তারা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে অনৈতিক কর্মকান্ডে আসক্ত হয়ে পড়তে পারে। আর কোন ভাবে তারা একবার সুযোগ পেয়ে গেলে সেখান থেকে বের করে নিয়ে আস সবার জন্য অনেক কঠিন হয়ে পড়বে।
তাই সতর্কতা অবলম্বনের মাধ্যমে ইন্টারনেট ও মোবাইল, লেপটপ ইত্যাদি সঠিক ব্যবহার করার মাধ্যমে আপনি সকল শিক্ষা কার্যক্রম সুন্দর মত পরিচালিত করতে পারেন। মোবাইল, লেপটপ সঠিক ব্যবহার করার মাধ্যমে আপনার সন্তান অনলাইনের মাধ্যমেই সঠিক ইসলাম শিখতে পারবে এবং নির্ভরযোগ্য হাফেজ এবং নির্ভরযোগ্য আলেম হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ তবে অবশ্যই প্রয়োজন আপনাদের সতর্কতা এবং দূরদৃষ্টি ও তদারকি।